প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠান পরিচিতি


ঐতিহ্যবাহী পশ্চিম বাঁশখালী গণ্ডামারা রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৯নং গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম প্রান্তে বঙ্গোপসাগরের উপকূলে নৈসর্গীক পরিবেশ শসাশ্যামল, সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অবলিলায় অবস্থিত একদিকে সামুদ্রিক প্যারাবন বালুকাময় সামুদ্রিক চর ঘেষে অথৈ জলের স্রোতে ধারার কল্লোল অপর  দিকে সবুজ গাছপালা, মৌসুমি ফসলের মন - মাতানো লীলা ভূমির মাঝখানে যুগযুগ ধরে পর্যটকদের হৃদয় আকৃষ্ট করে দাড়িয়ে আছে অত্র প্রতিষ্ঠানটি ।।

এটি ১৯২০ সালে আধ্যাত্মিক সাধন, অলিকুলের শিরোনাম, আল্লামা শাহসুফি আব্দুর রহমান (রহঃ) সর্ব প্রথম তার কয়েকজন ভক্তদের সাহায্য সহযোগিতার মুষ্টিমেয় ছাত্রছাত্রীদের নিয়ে তার নিজ গ্রাম পশ্চিম বড়ঘোনায় মাদরাসাটি প্রতিষ্ঠা করেন তখন ইহার নাম ছিল পশ্চিম বড়ঘোনা রহমানিয়া মাদরাসা সে সময়ে মাদরাসাটি ছিল এতদাঞ্চলের একমাত্র ধর্মীয় বিদ্যাপাঠ পরবর্তীতে তার সুযোগ্য ছাত্র , দুসম্পর্কের ভাই , যুগশ্রেষ্ঠ আলেমদ্বীন, অলিকুলের শিরোমনি, হযরতুল আল্লাম শফিকুর রহমান নঈমী (রহঃ) পশ্চিম বড়ঘোনা নিবাসী আলহাজ মাওলানা মোহাম্মাদ হোছাইন (রহঃ) এবং অন্যান্য অলামায়ে কেরাম শিক্ষকগণের অক্লান্ত প্রচেষ্টা  পরিশ্রমের মাধ্যমে ১৯৫০ সালের শুরুতে তৎকালীন পূর্ব পাকিস্থান  মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ফাযিল স্তর পর্যন্ত স্বীকৃতি লাভ করে তখন থেকে একটি পূর্ণাঙ্গ ফাযিল মাদ্রাসা হিসাবে যুগ শ্রেষ্ঠ আলেমদের দ্বারা ১৯৬৮ সাল পর্যন্ত তথায় সুচারুরূপে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, উক্ত সময়ে এলাকার পরিবেশ মাদ্রাসার আনুকুলে না থাকায় অধ্যক্ষ আল্লামা শাহসুফি রহমান নঈমী (রহঃ) এর অনুপ্রেরণাই মাদ্রাসা কমিটি এলাকাবাসীর মতামত নিয়ে রেজুলেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের অনুবলে গণ্ডামারা গ্রামের