প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠান পরিচিতি ঐতিহ্যবাহী পশ্চিম বাঁশখালী গণ্ডামারা রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৯নং গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম প্রান্তে বঙ্গোপসাগরের উপকূলে নৈসর্গীক পরিবেশ শসা – শ্যামল, সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অবলিলায় অবস্থিত । একদিকে সামুদ্রিক প্যারাবন ও বালুকাময় সামুদ্রিক চর ঘেষে অথৈ জলের স্রোতে ধারার কল্লোল অপর দিকে সবুজ গাছপালা, ও মৌসুমি ফসলের মন - মাতানো লীলা ভূমির মাঝখানে যুগযুগ ধরে পর্যটকদের হৃদয় আকৃষ্ট করে দাড়িয়ে আছে অত্র প্রতিষ্ঠানটি ।। এটি ১৯২০ সালে আধ্যাত্মিক সাধন, অলিকুলের শিরোনাম, আল্লামা শাহসুফি আব্দুর রহমান (রহঃ) সর্ব প্রথম তার কয়েকজন ভক্তদের সাহায্য – সহযোগিতার মুষ্টিমেয় ছাত্র – ছাত্রীদের নিয়ে তার নিজ গ্রাম পশ্চিম বড়ঘোনায় মাদরাসাটি প্রতিষ্ঠা করেন । তখন ইহার নাম ছিল পশ্চিম বড়ঘোনা রহমানিয়া মাদরাসা । সে সময়ে এ মাদরাসাটি ছিল এতদাঞ্চলের একমাত্র ধর্মীয় বিদ্যাপাঠ । পরবর্তীতে তার সুযোগ্য ছাত্র , দুসম্পর্কের ভাই , যুগশ্রেষ্ঠ আলেমদ্বীন, অলিকুলের শিরোমনি, হযরতুল আল্লাম শফিকুর রহমান নঈমী (রহঃ) ও পশ্চিম বড়ঘোনা নিবাসী আলহাজ মাওলানা মোহাম্মাদ হোছাইন (রহঃ) এবং অন্যান্য অলামায়ে কেরাম ও শিক্ষকগণের অক্লান্ত প্রচেষ্টা পরিশ্রমের মাধ্যমে ১৯৫০ সালের শুরুতে তৎকালীন পূর্ব পাকিস্থান মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ফাযিল স্তর পর্যন্ত স্বীকৃতি লাভ করে । তখন থেকে একটি পূর্ণাঙ্গ ফাযিল মাদ্রাসা হিসাবে যুগ শ্রেষ্ঠ আলেমদের দ্বারা ১৯৬৮ সাল পর্যন্ত তথায় সুচারুরূপে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, উক্ত সময়ে এলাকার পরিবেশ মাদ্রাসার আনুকুলে না থাকায় অধ্যক্ষ আল্লামা শাহসুফি রহমান নঈমী (রহঃ) এর অনুপ্রেরণাই মাদ্রাসা কমিটি ও এলাকাবাসীর মতামত নিয়ে রেজুলেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের অনুবলে গণ্ডামারা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক , সাহসী ত্যাগী ধনাঢ্য শিক্ষানুরাগি ও ধার্মিক ব্যক্তিত্ব মাওলানা আহমেদ হোছাইন (রহঃ) এর বলিষ্ঠ নেতৃত্বে তাহারই নিজস্ব ওয়াকফকৃত জমিতে পশ্চিম বাঁশখালী রহমানিয়া ফাযিল মাদরাসা নামে অত্র ইউনিয়ন এবং পূর্ব দিকে শীলকূপ, চাম্বল ও জলদি ইউনিয়ন আবস্থিত । এ বাস্তবতার নিরিখে ১৯৭১ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর স্বীকৃতি লাভ করে । তখন থেকে অদ্যাবধি এই উপকূলীয় প্রাচীরতম একমাত্র বিদ্যাপাঠ হিসাবে প্রতিষ্ঠানটি এতদাঞ্চলে শিক্ষার আলো বিস্তার করে আসছে । এ মাদ্রাসা হতে অনেক দূর দূরান্তের ছাত্র ছাত্রীরা বিদ্যার্জন করে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে দেশ ও জাতির কল্যাণ সাধনে কর্মরত আছেন । ১৯৮৯ সালে অত্র মাদরাসার আজীবন অধ্যক্ষ শাহসুফি রহমান নঈমী (রহঃ) সাহেবের ইন্তেকালের পর তখনকার অত্র মাদরাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা আক্তার কামাল রহমানি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন করেন । খুব অল্প সময়ে তার অপারগতার তখনকার প্রধান আরবী প্রভাষক জনাব মাওলানা আ.জ.ম ছৈয়দ হোছাইন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব অর্পণ করা হয় । তার আমলেই ১২ মে ১৯৯০ সালে জনাব মাওলানা মুহাম্মাদ হাসান আহমদ ফারুকি অদ্দক্ষ পদে যোগদান করে অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করে বিগত ৩১ জানুয়ারী ২০১৮ তারিখে অবসর গ্রহণ করলে ১লা ফেব্রুয়ারী ২০১৮ তারিখ হতে জনাব মাওলানা আহমদ কবির সাহেব অদ্দক্ষ ( ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব গ্রহণ করে সুচারুরূপে মাদরাসা পরিচালনা করেন ।   এর ০১.০৩.২০২৩ খ্রি ঃ হতে সহকারি অধ্যাপক জনাব আব্দুল মান্নান সাহেবি অদ্দাক্ষ্য ( ভারপ্রাপ্ত) পদে ২৯.০২.২০২৪ খ্রিঃ পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন । তারপর ০১.০৩.২০২৪ খ্রিঃ হতে অদ্যাবধি মুহাম্মাদ আবু তৈয়ব চৌধুরী অদ্দক্ষ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।.....

বিস্তারিত

Our Teacher
Video Gallery